বার কাউন্সিল এনরোলমেণ্ট এমসিকিউ পরীক্ষার ফরম ফিলাপ পদ্ধতিঃ
আজকে আমরা আলোচনা করবো, বার কাউন্সিল এনরোলমেণ্ট এমসিকিউ পরীক্ষার ফরম ফিলাপ সম্পর্কে । বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার ফরম ফিলাপ নামে, আমরা মুলত যে ফরমটি পূরন করি সেটা হচ্ছে “Application For Enrolment as Advocate” বা “আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন” ।
- আসুন আমরা প্রথমেই জেনে নেই, আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন, আপনি কখন করতে পারবেন ?
আমরা আগেই জেনেছি যে, আইনজীবি হবার জন্য আইন বিষয়ে স্নাতক শেষ করার পর একজন সিনিয়র আইনজীবির সাথে শিক্ষানবীশ হিসেবে কমপক্ষে একটানা ৬ মাস কাজ করতে হয় এবং এই মর্মে বার কাউন্সিল কর্তৃক একটি নির্ধারিত ফর্মে সিনিয়র এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে এটি বার কাউন্সিলে জমা প্রদান করে শিক্ষানবীশ হিসেবে তালিকাভুক্ত হতে হয় । এটি হচ্ছে পিউপিলেজ রেজিস্ট্রেশন ফরম বা ইন্টিমেশন ফরম । আইনজীবী হবার জন্য আপনাকে সর্বপ্রথম বার কাউন্সিলে এই পিউপিলেজ রেজিস্ট্রেশন ফরম বা ইন্টিমেশন ফরমটি জমা দিতে হবে ।
আমাদের আগের পোস্টে পিউপিলেজ রেজিস্ট্রেশন ফরম বা ইন্টিমেশন ফরম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে । আপনি চাইলে সেখান থেকে পিউপিলেজ রেজিস্ট্রেশন ফরম বা ইন্টিমেশন ফরম সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবেন ।
পিউপিলেজ রেজিস্ট্রেশন ফরম বা ইন্টিমেশন ফরম জমা দেওয়ার পরের ধাপ হলো, আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন বা বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার ফরম ফিলাপ করা ।
- এবার আমরা জানবো, পিউপিলেজ রেজিস্ট্রেশন ফরম বা ইন্টিমেশন ফরম জমা দেবার কত দিন পর আপনি আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন করতে পারবেন ?
পিউপিলেজ রেজিস্ট্রশন ফরম বা ইন্টিমেশন ফরম বার কাউন্সিলে জমা দেওয়ার পর আপনি বার কাউন্সিলে শিক্ষানবীশ হিসেবে তালিকাভুক্ত হবেন এবং ৬ মাস পর এই মর্মে বার কাউন্সিল আপনাকে একটি রেজিস্ট্রেশন কার্ড প্রদান করবে । বার কাউন্সিল সাধারনত এই রেজিস্ট্রেশন কার্ডটি শিক্ষানবীশের সংশ্লিষ্ট বার এসোসিয়েশনে পাঠিয়ে দেয় কিন্তু যদি কোন কারনে আপনি পিউপিলেজ রেজিস্ট্রেশন ফরম বা ইন্টিমেশন ফরম জমা দেবার ৬ মাস পরও রেজিস্ট্রেশন কার্ড না পেয়ে থাকলে বার কাউন্সিলের অফিস থেকে আপনার জমা প্রদানকৃত পিউপিলেজ রেজিস্ট্রেশন ফরম বা ইন্টিমেশন ফরম এর রিসিভড কপিটি দেখিয়ে রেজিস্ট্রেশন কার্ডটি সংগ্রহ করতে পারবেন ।
পিউপিলেজ রেজিস্ট্রেশন ফরম বা ইন্টিমেশন ফরম জমা দেওয়ার ৬ মাস পর এবং রেজিস্ট্রেশন কার্ড পাওয়ার পরই কেবল মাত্র, আপনি বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদন করতে পারবেন । অর্থাৎ শিক্ষানবীশ হিসেবে রেজিস্ট্রেশন কার্ড পাওয়ার পরই আপনি বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করবেন ।
বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবার পূর্বে বার কাউন্সিল নোটিশ প্রদান করে শিক্ষানবীশ হিসেবে রেজিস্ট্রেশন কার্ড প্রাপ্তদের নোটিশে উল্লেখিত তারিখের মধ্যে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদন করার জন্য আহব্বান করবেন। এই আবেদনকারীদের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহন করতে হবে । এজন্যই আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য এই আবেদনটি, বার কাউন্সিল এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার ফরম ফিলাপ নামেও পরিচিত ।
আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন করার জন্য বার কাউন্সিল কর্তৃক প্রস্তুতকৃত একটি নির্ধারিত ফরম আছে । এই ফর্মের মাধ্যেমই আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন করতে হবে ।
- কি ভাবে ফরম সংগ্রহ করবেন ?
বার কাউন্সিল অফিস থেকে আপনি এই আইনজিবি হিসেবে তালিকাভুক্তির আবেদন পত্রটি সংগ্রহ করতে পারবেন । বর্তমানে ঢাকার বাংলামটরে রুপায়ন ট্রেড সেন্টারের ৫ম তলায় বার কাউন্সিলের যে অফিস আছে সেখানে থেকে সংগ্রহ করতে পারবেন ।
ফরম সংগ্রহের জন্য বার কাউন্সিল অফিস হতে প্রথমেই ফরমের মূল্য এবং এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার ফি বাবদ টাকা পরিশোধের জন্য, টাকা জমার রশিদ সংগ্রহ করতে হবে । এই ক্ষেত্রেও টাকা জমার রশিদ হবে দুই ধরনের, একটি হবে হলুদ রং এবং অন্যটি হবে নীল রঙ এর । একটি ফরমের মূল্য এবং এমসিকিউ পরীক্ষার ফি বাবদ এবং অন্যটি বার কাউন্সিলের কর্মচারীদের উন্নয়ন তহবিলের জন্য । কোন টাকা জমার রশিদে কত টাকা জমা দিতে হবে সেটা বার কাউন্সিলের অফিস থেকেই তারা দুটো টাকা জমার রশিদের ১ম পার্টে লিখে দেবেন । প্রত্যেক রশিদে চারটি করে পার্ট থাকবে। প্রত্যেক পার্টে তারিখ, টাকার পরিমাণ, আপনার নাম, পিতার নাম, কোন বারে কাজ করবেন সেই জেলার বার এসোসিয়েশনের নাম, আপনার মোবাইল নাম্বার লিখতে হবে এবং স্বাক্ষর করতে হবে ।
টাকা জমার রশিদ পূরনের পর ঐ ফ্লোরেই SIBL ব্যাংকের বার কাউন্সিলের টাকা জমা নেওয়ার জন্য একটি উপশাখা রয়েছে, সেখানে টাকা জমার রশিদে উল্লেখিত টাকা জমা দিতে হবে। ব্যাংক দুইটি রশিদের প্রথম দুইটি পার্ট রেখে দিবে। বাকী দুইটি পার্ট নিয়ে আবার বার কাউন্সিলের অফিসে গিয়ে উক্ত রশিদ দেখিয়ে ৭ পাতার একটি ফরম সংগ্রহ করতে হবে। এই ফরম সংগ্রহের সময় বার কাউন্সিল টাকা জমা রশিদের কোনো পার্ট রাখবে না। তবে ফরমটি জমা দেওয়ার সময় ফরমের সাথে দুইটি রশিদের একটি করে পার্ট জমা দিতে হবে এবং টাকা জমা রশিদের অপর ১টি করে পার্ট আপনার কাছে থাকবে ।
যারা ঢাকার বাইরে অবস্থান করেছেন, আপনারা চাইলে বার কাউন্সিলের ওয়েবসাইট থেকেও এই ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে ব্যবহার পারবেন । এই ক্ষেত্রেও আপনাকে অবশ্যই ফরম জমা দেওয়ার সময়, আপনি ফর্মটি বার কাউন্সিল হতে উত্তোলন করলে, যে পরিমান টাকা জমা প্রদান করতে হতো, আপনাকে সেই পরিমান টাকা হলুদ এবং নীল মানি রশিদে অবশ্যই জমা দিতে হবে । তবে এই ক্ষেত্রে আপনাকে আর দুই বার ঢাকা আসা যাওয়ার প্রয়োজন হচ্ছে না, একবারেই আপনার কাজ হয়ে যাচ্ছে ।
- আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ফরম এর সাথে কি কি কাগজপত্র জমা দিতে হবে?
১। পাসপোর্ট সাইজের ছবি ৪ কপি ছবি ।
২। এসএসসি ও এইচএসসি পাশের সার্টিফিকেট ও মার্কশিটের ফটোকপি
৩। এলএলবি অর্নাস পাশের সার্টিফিকেট ও মার্কশিটের ফটোকপি
৪। এলএলবি পার্স কোর্স হয়ে থাকলে সে ক্ষেত্রে ডিগ্রি/অর্নাস পাশের সার্টিফিকেট ও মার্কশিটের ফটোকপি
৫। এলএলএম বা মাস্টার্স পাশের এর সার্টিফিকেট ও মার্কশিট এর ফটোকপি।
৬। জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
অবশ্যই মনে রাখবেন, আপনার ছবি এবং সকল সার্টিফিকেট ও মার্কশিটের ফটোকপি গুলো অবশ্যই আপনার সিনিয়র এর দ্বারা সত্যায়িত হতে হবে ।
- কি ভাবে ফর্ম পূরন করবেন ?
এই ফর্ম পূরন অনেকটাই ইন্টিমেশন ফর্ম পূরনের মতোই । এখানেও
প্রথমে আপনার নাম লিখতে হবে ইংরেজীতে বড় অক্ষরে এবং অবশ্যই আপনার সার্টিফিকেট অনুযায়ী ।
এর পর আপনার পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, বয়স, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, ফোন নাম্বার, শিক্ষাগত যোগ্যতা, সিনিয়রের নাম, সিনিয়র যে বারের সদস্য, সিনিয়রের তালিকাভুক্তির তারিখ, আপনি যে বারের সদস্য হতে চান এই সকল তথ্যাদি পূরন করতে হবে ।
এই ফর্মের সাথে আপনাকে ৫টি দেওয়ানী এবং ৫টি ফৌজদারী মামলার তালিকা প্রদান করতে হবে । আপনাকে ফর্মের সাথে দেওয়া নির্ধারিত ফর্মে ২ জন আইনজীবির নিকট হতে চারিত্রিক সনদ সংগ্রহ করতে হবে ।
এই সম্পর্কিত আরও বিস্তারিত এখানে সংযুক্ত ভিডিওতে উল্লেখ রয়েছে ।
- ফর্ম জমা প্রদানঃ
এই ফরমটি পূরন করার পর আপনার ছবি, প্রয়োজনীয় কাগজ পত্রাদি, টাকা জমার রশিদ এই ফরমের সাথে সংযুক্ত করুন এবং ফরম সহ পুরো সেট টি এককপি ফটোকপি করুন । এর পর আপনার কাজ হবে বার কাউন্সিল কর্তক প্রদত্ত নোটিশে উল্লেখিত তারিখের মধ্যেই ফরমটি ঢাকার বাংলামোটরে বোরাক টাওয়ারে বার কাউন্সিলের যে অফিস আছে সেখানে গিয়ে জমা দেওয়া এবং ফটোকপি সেট টি তে রিসিভড সিল এবং সাইন নিয়ে আসা ।