বার কাউন্সিল এন্টিমেশন ফর্ম ফিলাপ পদ্ধতিঃ

Bar-Council-mcq-exam-Form-Fill-Up-Procedure-Badhan-Roy

আজকে আমরা আলোচনা করবো পিউপিলেজ রেজিস্ট্রেশন ফরম বা যেটাকে আমরা বাংলায় বলতে পারি শিক্ষানবীশ রেজিস্ট্রেশন ফরম। এই পিউপিলেজ রেজিস্ট্রেশন ফরমটি আবার অনেকের কাছে ইন্টিমেশন ফরম নামেও পরিচিত।

  • আমরা প্রথমেই জানবো এই পিউপিলেজ রেজিস্ট্রেশন ফরম বা ইন্টিমেশন ফরমটি আসলে কি ?

আইনজীবী হবার জন্য আপনাকে আইন বিষয়ে স্নাতক শেষ করার পর সর্বপ্রথম বার কাউন্সিলে যে ডকুমেন্টটি জমা দিতে হয় তা হলো এই পিউপিলেজ রেজিস্ট্রেশন ফরম বা ইন্টিমেশন ফরম ।
আপনারা সকলেই হয়তো জানেন যে, আইনজীবী হবার জন্য আইন বিষয়ে স্নাতক শেষ করার পর একজন সিনিয়র আইনজীবির সাথে শিক্ষানবীশ হিসেবে কমপক্ষে ৬ মাস একটানা কাজ করতে হয় । এই পিউপিলেজ রেজিস্ট্রেশন ফরমটি হচ্ছে মুলত একারনেই । যেখানে আপনি একজন সিনিয়র আইনজীবির সাথে ৬ মাস শিক্ষানবীশ হিসেবে কাজ করার জন্য চুক্তিতে আবদ্ধ হচ্ছেন এবং এই তথ্যসমূহ আপনি একটি নিদিষ্ট ফর্মের মাধ্যমে বার কাউন্সিলে জমা প্রদান করে শিক্ষানবীশ হিসেবে তালিকাভুক্ত হচ্ছেন । পিউপিলেজ রেজিস্ট্রেশন এর জন্য বার কাউন্সিল কর্তৃক প্রস্তুত নির্ধারিত একটি ফরম আছে । এটি একটি ৪ পাতা বিশিষ্ট ফরম । এই ফর্মের মাধ্যমেই আপনাকে পিউপিলেজ হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে ।

  • পিউপিলেজ রেজিস্ট্রেশন ফরম বা ইন্টিমেশন ফরমটি আপনি কখন জমা দিতে পারবেন ?

আইন বিষয়ে স্নাতক শেষ করার পর সার্টিফিকেট ও মার্কশিট হাতে পাবার পর আপনি এই পিউপিলেজ রেজিস্ট্রেশন ফরম বা ইন্টিমেশন ফরমটি জমা দিতে পারবেন । কারন এই ফরমের সাথে আপনাকে আপনার আইন বিষয়ে স্নাতক পাশের সার্টিফিকেট এবং মার্কশিট এর ফটোকপি জমা দিতে হবে ।

  • পিউপিলেজ রেজিস্ট্রেশন ফরম বা ইন্টিমেশন ফরমটি কোথা থেকে সংগ্রহ করবেন ?

বার কাউন্সিল অফিস থেকে আপনি এই পিউপিলেজ রেজিস্ট্রেশন বা ইন্টিমেশন ফর্ম সংগ্রহ করতে পারবেন । বর্তমানে ঢাকার বাংলামটরে রুপায়ন ট্রেড সেন্টারের ৫ম তলায় বার কাউন্সিলের যে অফিস আছে সেখানে থেকে সংগ্রহ করতে পারবেন ।

ফরম সংগ্রহের জন্য প্রথমেই ফরমের মূল্য বাবদ টাকা জমার রশিদ সংগ্রহ করতে হবে । টাকা জমার রশিদ হবে দুই ধরনের একটি হবে হলুদ রং এবং অন্যটি হবে নীল রঙ এর । একটি ফরমের মূল্য বাবদ এবং অন্যটি বার কাউন্সিলের কর্মচারীদের উন্নয়ন তহবিলের জন্য । কোন রশিদে কত টাকার পরিমান লিখতে হবে সেটা বার কাউন্সিলের অফিস থেকেই তারা ১টি পার্টে লিখে দেবেন । প্রত্যেক রশিদে চারটি করে পার্ট থাকবে। প্রত্যেক পার্টে তারিখ, টাকার পরিমাণ, আপনার নাম, পিতার নাম, কোন বারে কাজ করবেন সেই জেলার বার এসোসিয়েশনের নাম, আপনার মোবাইল নাম্বার লিখতে হবে এবং স্বাক্ষর করতে হবে ।

টাকা জমার রশিদ পূরনের পর ঐ ফ্লোরেই SIBL ব্যাংকের বার কাউন্সিলের টাকা জমা নেওয়ার জন্য একটি উপশাখা রয়েছে সেখানে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হবে। ব্যাংক দুইটি রশিদের প্রথম দুইটি পার্ট রেখে দিবে। বাকী দুইটি পার্ট নিয়ে আবার বার কাউন্সিলের অফিসে গিয়ে উক্ত রশিদ দেখিয়ে ৪ পাতার ইন্টিমেশন ফরম সংগ্রহ করতে হবে। ইন্টিমেশন ফরম সংগ্রহের সময় বার কাউন্সিল রশিদের কোনো পার্ট রাখবে না। তবে ইন্টিমেশন ফরম জমা প্রদানের সময় ফরমের সাথে দুইটি রশিদের একটি করে জমা দিতে হবে তাই মানি রশিদের পার্ট গুলো সংরক্ষন করতে হবে ।

যারা ঢাকার বাইরে অবস্থান করেছেন তাদের জন্য বার কাউন্সিল অফিস হতে একবার এই ফরম সংগ্রহ করে নিয়ে যাওয়া এবং পুনরায় ফরম পূরন করে সিনিয়র স্বাক্ষর সহ ফর্ম জমা দেওয়া বেশ ঝামেলার একটা কাজ । আপনারা চাইলে বার কাউন্সিলের ওয়েবসাইট থেকেও এই ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে পারবেন । এই ক্ষেত্রেও আপনাকে অবশ্যই ফরম জমা দেওয়ার সময় ফরমের দাম বাবদ যে টাকাটা সেটা হলুদ এবং নীল মানি রশিদে অবশ্যই জমা দিতে হবে । তবে এই ক্ষেত্রে আপনাকে আর দুই বার ঢাকা আসার প্রয়োজন হচ্ছে না, একবারেই আপনার কাজ হয়ে যাচ্ছে ।

  • পিউপিলেজ রেজিস্ট্রেশন ফরম বা ইন্টিমেশন ফরম এর সাথে কি কি কাগজ পত্র জমা দিতে হবে ?

বার কাউন্সিল পিউপিলেজ রেজিষ্ট্রেশন ফর্ম বা ইন্টিমেশন ফর্মের সাথে আপনাকে নিচের কাগজ গুলোর ফটোকপি জমা দিতে হবেঃ 

১। পাসপোর্ট সাইজের ৪ কপি ছবি ; 

২। এসএসসি বা সমমান পাসের সার্টিফিকেট এবং মার্কশিট ;

৩। এইচএসসি বা সমমান পাসের সার্টিফিকেট এবং মার্কশিট ;

৪। এলএলবি, এলএলএম (যদি থাকে) সমমান পাসের সার্টিফিকেট এবং মার্কশিট ;

৫। এলএলবি ২ বছরের পাস  কোর্সের ক্ষেত্রে আপনার যে বিষয়ে স্নাতক বা ডিগ্রি রয়েছে তার সার্টিফিকেট এবং মার্কশিট 

৬। জাতীয় পরিচয় পত্রের ফটোকপি 

৭। ফর্ম কেনার সময় টাকা জমার ২টি রশিদের অংশ  । 

বিঃদ্রঃ আপনার ছবি এবং ফটোকপি সকল কাগজ আপনার সিনিয়র এর কাছ থেকে সত্যায়িত করে নিতে হবে । 

  • পিউপিলেজ রেজিস্ট্রেশন ফরম বা ইন্টিমেশন ফরম কি ভাবে পূরন করবেন ?

বার কাউস্নিল পিউপিলেজ রেজিষ্ট্রেশন ফর্ম বা ইন্টিমেশন ফর্ম পূরন খুব জটিল কিছু না । ফর্ম দেখে খুব সহজেই পূরন করতে পারেন । 

প্রথমে আপনার নাম লিখতে হবে ইংরেজীতে বড় অক্ষরে এবং অবশ্যই আপনার সার্টিফিকেট অনুযায়ী । 

এর পর আপনার পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, বয়স, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, ফোন নাম্বার, শিক্ষাগত যোগ্যতা, সিনিয়রের নাম, সিনিয়র যে বারের সদস্য, সিনিয়রের তালিকাভুক্তির তারিখ, আপনি যে বারের সদস্য হতে চান এই সকল তথ্যাদি পূরন করতে হবে । 

আপনাকে সিনিয়র এর সাথে শিক্ষানবীশ হিসেবে একটি চুক্তি স্বাক্ষর করতে হবে । আপনার ফর্মের সাথেই এই চুক্তির নমুনা কপি দেওয়া আছে । সেখানেই যে জায়গাগুলোতে পিউপিল সেখানে আপনার নাম লিখবেন যেখানে এসআর লেখা আছে সেখানে সিনিয়র এর নাম লিখবেন । আপনাকে চুক্তি সম্পাদনের পর ফর্মের সাথে দেওয়ার নমুনা অনুযায়ী ২০০ টাকার ষ্ট্যাম্পে একটি এফিডেভিড করতে হবে । 

বার কাউস্নিল পিউপিলেজ রেজিষ্ট্রেশন ফর্ম বা ইন্টিমেশন ফর্ম জমা দেওয়ার সময় অবশ্যই একসেট পুরো ফটোকপি করবেন এবং জমা দেওয়ার সময় আপনার ফটোকপিতে রিসিভড সিল এবং সাইন করে আনবেন । 

এই সম্পর্কিত আরও বিস্তারিত এখানে সংযুক্ত ভিডিওতে উল্লেখ রয়েছে । 

  • পিউপিলেজ রেজিস্ট্রেশন ফরম বা ইন্টিমেশন ফরম কত দিনের মধ্যে জমা দিতে হবে ?

বার কাউস্নিল পিউপিলেজ রেজিষ্ট্রেশন ফর্ম বা ইন্টিমেশন ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে ফর্ম তোলার তারিখের সাথে কোন সম্পর্কে নেই । আপনি সিনিয়র এর সাথে যে চুক্তি সম্পাদন করছেন এবং এফিডেভিট করছেন , এই এফিডেভিট সম্পাদনের ১ মাসের মধ্যেই আপয়ার ফর্মটি অবশ্যই বার কাউন্সিলে জমা দিতে হবে । 

বার কাউস্নিল পিউপিলেজ রেজিষ্ট্রেশন ফর্ম বা ইন্টিমেশন ফর্ম জমা দেওয়ার মাধ্যমে আপনি বার কাউন্সিলে শিক্ষানবীশ হিসেবে তালিকাভুক্ত হবেন এবং বার কাউন্সিল হতে আপনাকে একটী রেজিষ্ট্রেশন কার্ড দেওয়া হবে । বার কাউস্নিল পিউপিলেজ রেজিষ্ট্রেশন ফর্ম বা ইন্টিমেশন ফর্ম জমা দেওয়ার ৬ মাস পরে যে এমসিকিউ পরীক্ষার অনুষ্ঠিত হবে, আপনি সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন । 

ইন্টিমেশন ফর্মপূরন পদ্ধতিঃ

এই বিষয়ে কোন প্রশ্ন থাকলেঃ

Book a Quick Consultation Roy & Associates